তোমার দেওয়া শেষ চিঠি খানি-
লুকিয়ে রেখেছি যত্ন করে -
আমার বুকের ঘরে -!
লিখেছো শক্ত হাতে -
" ভুলে গেছো তুমি -
আমিও যেন ভুলে যাই -
আমার জীবনে তুমি এসে ছিলে -
সে স্মৃতি আমার মনে নাই "-
হয়তো -
ভুলে গিয়ে সুখেই আছো- তুমি -
তোমার ফেলে যাওয়া স্মৃতি গুলো নিয়ে -
বেঁচে আছি আমি -
আমিও ভুলে যেতে চাই তোমার মত-
তোমার সুখের তরে-
পোড়াতে চাই স্মৃতির কাব্য গুলো -
নিঃসঙ্গতায় বালুচরে –।
যতবার যাই- ততবারই ফিরে আসি-
ভুলতে গিয়ে আরো বেশি ভালোবাসি -
জ্বলন্ত আমা হতে ধ্বনিত হয় - শুধু -
তোমার জয়ধ্বনি -
আমার পরাজয়ে - যদিও মরি ক্ষয়ে ক্ষয়ে -
তবুও তোমায়-
ভুলতে পারবোনা আমি -!
যদি -
আমিও তোমার মত ভাবি-
কালের দেওয়ালে অংকিত হবে -
প্রবন্চনার ছবি -
কলঙ্কিত হবে পবিত্র ভালবাসা -
স্বার্থের কালিমায়-,
স্মৃতি -
ভুলে যাওয়া যায়না -
ভুলে থাকা যায় -!!!