হে যুবক -
তুমি দূরন্ত বিস্ময় -
তোমার বক্ষে প্রদীপ্ত- তেজময় -
অনুক্ত রুধীর- ধারা -
তুমি দূর্বার- অকুতোভয় -
দূর্দম বাঁধন হারা-।

তুমি বিবেকের আবেগ -
বিজযের হাসি - উদীয়মান সূর্য -
অন্যায়ের বিরুদ্ধে সদা জাগ্রত -
মহা রণ তুর্য্য-।

যুদ্ধ - বিগ্রহ, দূর্গম পথে-
পাপের জোয়ারে প্লাবিত সৈকতে -
বিজয় খঞ্জন তোমার হাতে-
রক্ষা করিতে ধরা -
তব বক্ষ মাঝে যুদ্ধের দামামা -
হৃদয় প্রেম ভরা –।

তুমি -
নরপিশাচের বুকে দূর্বার আঘাত -
প্রলয় ডংকা- অগ্নি প্রভাত-
নিবেদিত প্রাণ পরের তরে-
সত্য রক্ষায় ব্রত-
তুমি মহীয়ান - বিধাতার দান-
তোমার পরশে- দূর হোক আঁধার-
লাল সূর্য হোক উদিত!