এসো- দীপ জ্বালি-
সহস্র হাতে - পবিত্র মনে -
ঘরের কোণে - আঁধার বনে-
পথের ধারে- পুকুর পারে -
বদ্ধ হৃদয়ের গুহায় -!
এসো দীপ জ্বালি-
দীপে দীপে হোক -
চারিদিক দীপ্তিময় -
প্রদীপের বহ্নি শিখায়-
পুড়ে খাঁটি হোক -
বর্তমান ও আগামী -
অবসান হোক- অসুরের আগ্রাসন-
শান্তির বারতা পৌঁছে যাক ঘরে ঘরে -
অসুস্থ প্রতিযোগিতার হোক প্রস্হান-!
প্রাণে প্রাণে প্রজ্বলিত হোক-
পবিত্র দীপশিখা -
এসো দীপ জ্বালি-
দীপ জ্বালি- অন্তরে ---!!!🙏🙏🙏