একদিন -
থেমে যাবে সময় -
ব্যস্ত জীবনের মহারণে -
মুছে যাবে স্মৃতি -
প্রতিটি প্রস্হানে- অনুরিত অবিরাম -
পৃথিবীর হৃদপিণ্ড -!
পাওয়া না পাওয়ার নির্ঝর পংক্তি মালা -
রয়ে যায় অবশেষ - পৃথিবীর মানচিত্রে -
স্বপ্ন আর দুঃস্বপ্নের নিরন্তর পথচলা -
দূর্বার পথে - দূর্দম গতি -
অবসন্ন শ্রান্তিতে-
মিশে যায় শেষ ঠিকানায় -,
জীবন নামের অদম্য তরী খানি -
ডুবে যায় মহাকালের গহ্বরে -
হারিয়ে যায় -
অপ্রাপ্তির বিভৎস আবেগ -
অসমাপ্ত জীবনের গল্পে –।
প্রতিটা প্রাণ-
বড় অসহায় - অনু কম্পিত -
বিদায় মঞ্চের অভিনয়ে –।
তবুও -
ক্ষমতার দাম্ভিকতা -
পেশী শক্তির নগ্ন হুংকার - আর-
পরের প্রাপ্য ছিনিয়ে নিয়ে -
খুব বেশি তৃপ্ত আমরা -?
লোভের প্রাচুর্যে- আমরা মহারাজ -
আমাদের ব্যার্থ প্রচেষ্টার ডংকার- ঝংকারে -
নিয়তি মুচকি হাসে-!
জ্ঞান ডুবে মরে - অজ্ঞানতার নর্দমায়-
বিবেকের সূর্য -
অস্তমিত ধরায়-
মানবতা পরাজিত হিংস্রতার কাছে -
অধিকার বন্দী শোষকের হাতে -
অন্যায়ের জয়কার -,
হে মানুষ -
বন্ধ করো- ধ্বংসের দামামা -
সময় এখন - শান্তি প্রতিষ্ঠার -!!!