একটি দিবস চাই -
যে দিবসে -
ক্ষুধার্ত মানুষ গুলো -
পাবে এক থালা খাবার -
শীতের তীব্রতায় ঠকঠক করে -
কাঁপতে থাকা মানুষ গুলো -
পাবে এক টুকরো গরম কাপড় –।
খোলা আকাশের নিচে -
রাত কাটানো মানুষ গুলো পাবে -
একটা ছোট্ট ছাউনি -
যার নিচে বসে - পীঠে রাখা সন্তান কে-
বক্ষে জড়িয়ে - নিবে স্বস্তির নিঃশ্বাস -!
একটি দিবস চাই -
যে দিবসে -
অর্থ কষ্টে, চিকিৎসার অভাবে -
মৃত্যুর সাথে যুদ্ধ করা মানুষ গুলো -
পাবে চিকিৎসা -!
বন্চিত মানুষেরা পাবে অধিকার -
অসহায় মানুষেরা পাবে বিচার-
সমাজ হবে কলুষ মুক্ত -
জাতি হবে উর্বর-।
একটি দিবস চাই-
যে দিবসে -
গণ আদালতে হবে ধর্ষকের বিচার -
বিচার হবে -
প্রকাশ্য বেপরোয়া চলা নারীর –।
সৎ- নির্ভীক মানুষেরা হবে পুরস্কৃত -
দূর্নীতিবাজ- হিংস্র মানুষেরা -
হবে অবাঞ্ছিত –।
ন্যায়ের পতাকা উঁড়ুক-
মন্দির - মসজিদের মিনারে -
শান্তির আলো পৌঁছে যাক-
সকলের ঘরে ঘরে -!