নীলাম্বরীর সবটুকু নীলে -
মিশে যায় গোধূলি -
স্বপ্নের দল জোনাকি হয়ে-
লুকোচুরি খেলে আঁধারে -
দূরের আকাশে জ্বলে থাকা -
ধ্রুব তারা টি - যেন -
এক খন্ড স্বস্তির নিশ্বাস -!

ফেলে আসা অতীত - খুঁজে ফেরে ঠিকানা -
সহস্র বৎসরের পথে-,
দৃষ্টির ওপারে অপেক্ষায় নিয়তি -
গড়মিল হিসেবে একা হয়ে যাই -
শুন্যতার অভিসারে –।

তখনও ছবি আঁকি- কি যেন খুঁজি -
বলা যায়না -
শুধু অনুভবে বেঁচে থাকা -!