আবেগের ঘূর্ণিপাকে-
অসহায় বিবেক-
লোভ, হিংসা আর হিংস্রতার-
ভয়াবহ, নির্মম তান্ডবে-
বিলুপ্ত মানবতা- ভঙ্গুর স্বাধীনতা -
পরাজিত - বাঁচার অধিকার -?
অর্থ আর অস্ত্রের ঝনঝনানি তে-
শ্রেণী বৈষম্যের ভয়াল থাবায়-
মানুষে মানুষের ভেদাভেদ -
চলছে পৃথিবী অবিরাম -
কখনো ধর্মের লেবাসে -
কখনো -
যুদ্ধ - মারণাস্ত্রের প্রভাবে-
কখনো - কৃত্রিম সংকটে -!
বিভক্ত মানুষ -
এক দল শোষক -
বাকী রা শোষিত - নির্যাতিত-
কাগজে বন্দী ন্যায়- নীতি -
রাস্তার পাশে - অলিতে-গলিতে -
শোভা পায় - মানবতার বুলি-
ব্যানার, ফেস্টুনে-?
আঁধার গ্রাস করেছে সবটুকু আলো -
ধ্বংসের বিভৎস কম্পনে-
প্রকম্পিত পৃথিবী -
আর্থ- চিৎকারে - ছুটাছুটি -
অসহায় জনতার।
এ পৃথিবীতে -
আছে বিজ্ঞান - বিজ্ঞানী-
আছে শিক্ষক - শিক্ষালয়-
আছে মন্দির - মসজিদ -
গীর্জা- উপাসনালয় -,
যেখানে -
স্রষ্টার নামে - ধ্বনিত হয় আযান -
প্রার্থনা- শঙ্খের ধ্বনি -
তবুও হানাহানি - রক্তের প্লাবন -
শ্রেষ্ঠত্ত্বের মহারণ -
নির্মম পরিনতি প্রতীক্ষায় বসে -
জ্বলন্ত আগুনের আস্ফালন -!
শূন্যতা চারিদিকে -
মানবতার শূন্যতা-
বিবেকের শূন্যতা -
শূন্যতা মনুষ্যত্বের!!!