সত্য গেছে পরবাসে -
মিথ্যা হয়েছে রাজা -
মন্ত্রী মহোদয় মহাসুখে -
সেবন করছে গাঁজা –।

গাঁজার নেশায় আঁধার চোখে -
আবোল তাবোল প্রলাপ বকে-
নিম্মাংগে কাপড় যে নেই -
কে কার খেয়াল রাখে-
বলদ মার্কা জনগণ সব-
দেখেও চুপ থাকে-।

উন্নয়নের স্রোতের জোরে-
ক্ষুধার জ্বালায় মানুষ মরে-
আমলা- মন্ত্রী গ্লাস ভরে -
খাচ্ছে রঙিন পানি -
গরীব দুঃখী দেশের বোঝা -
তাদের মুখে শুনি -?

আরে ভাই -
যাদের টাকায় প্রাসাদ গড়-
কথা বলো বড় বড়-
তারাইতো দেশের মালিক -
তোমরা কর্মচারী-
আর কতকাল নিজের পটলা -
করে যাবে ভারী -???