মিথ্যে প্রেমের কাব্য লিখে -
কি লাভ বলো?
বিবেকের বহ্নি শীখায় আবেগ কে পুড়িয়ে -
তুমি কি পারবে খাঁটি হতে-?

ভালবাসা -এক অন্তহীন দিগন্তে -
ভোরের কুয়াশায় পথ চলা-
মহাকালের শাশ্বত বীণার বিরহী সুরে-
মিলনের জয়গান -
প্রিয় মানুষের প্রতীক্ষায় -
পথ চেয়ে বসে থাকা-।

ভালবাসা -
ভাঙন নদীর তীরে - তিল তিল করে সাজানো -
ছোট্ট কুঁড়েঘর -
কখনো ভুলের স্রোতে-
ভেসে যায় ঠিকানা - দূর অজানার পানে-
স্বার্থের দংশনে - দংশিত ভালবাসা -
মৃত্যু প্রহর গণে-।

শর্তের বিভৎস ইশারায় -
কলঙ্কিত হয়- ভালবাসার পবিত্রতা -
বিচ্ছেদের অনলে পুড়ে পুড়ে -
অবশেষে প্রস্থান-!
অদম্য তৃষ্ণায় - তৃষিত বুকে -
তবুও ভালবাসা বাসি-
তিক্ত হৃদয়- সিক্ত আঁখি জলে -
কেউ হেরে যায় -
কেউ বা হারায় -
কালের বাঁশির সুরে -!!!