যাদের জানা দরকার -
জানার প্রয়োজন হয়না তাদের -
যাদের মানা দরকার -
মানার প্রয়োজন হয়না তাদের -
যাদের অনেক কিছু করা দরকার -
কোন কিছুই প্রয়োজন হয়না তাদের করার -।
যাদের -
চিন্তায়, চেতনায়, কর্মে- প্রয়োজন শুদ্ধতা -
তারা অনুসন্ধান করে কলুষতা -
যাদের হৃদয়ে -
বসত করবে সুন্দর আগামীর মানচিত্র -
তাদের হৃদয়ে আজ-
পুঁজিবাদের হুংকার - শ্রেণী বৈষম্যের জয়গান -
শোষনের জয়কার -!
বে সামাল বর্তমান-
নিয়ম বন্দী অনিয়মের জালে-
নীতির মৃত্যু দূর্নীতির যাতাকলে-
নেতার কারাগারে - কর্মী কয়েদি -
দূর্বল কাঁদে পথে পথে -
শোষক নেতারা আজ রাজ পোশাক গায়ে -
ঘুরছে মানব রথে-!
যুদ্ধ এখন -
সু- শিক্ষার জন্য -
যুদ্ধ এখন -
সু- চিকিৎসার জন্য -
যুদ্ধ এখন -
এক টুকরো রুটির জন্য -
যুদ্ধ এখন -
মাথার উপরে ছাউনির জন্য -
যুদ্ধ এখন -
এক টুকরো কাপড়ের জন্য -!!
ওরা শোষক -
আমরা শাসিত -
ওরা ধনী - আমরা দরিদ্র -
তবুও আক্ষেপ নেই -
প্রতীক্ষায় সেই মহা ক্ষণের -
একদিন -
সকল অনিয়ম - অত্যাচারের-
দূর্বার গতি থেমে যাবে -
শান্তির পতাকা উড়বে স্বাধীন -
পৃথিবী হবে বাসযোগ্য - আবার!!