কোট-টাই সবই আছে -
যাওয়া আসা লোকাল বাসে-
পারফিউম গায়ে মেখে - সময় টা দেখে দেখে -
প্রতিদিন যাই আমি অফিসে -
চাকরি টা আছে বলে-
তাই আছি বেঁচে -!

ও ভাই -
আমি চাকরিজীবী-
চাকরি টা বড় ভারী- নাম তার বেসরকারি -
ডিউটির শুরু আছে - শেষ অজানা -
এমন চাকরির কথা-
সবারই জানা –।

মতামত - স্বাধীনতা -
সবই আজ ছেঁড়া কাঁথা -
বসে' র সন্তুষ্টি যেন - মহা পূণ্যের কাজ-
এক গাদা বই পড়ে -
এ-ই তো পেলাম আজ -!

দক্ষ' রা কেঁদে মরে - অদক্ষদের দ্বারে দ্বারে -
চেয়ারটা নিভৃতে - সয়ে যায় জ্বালা -
নেই কোনো ভরসা - বুক ভরা হতাশা -
তেল বাজ মহাখুশি -
গলায় জয়ের মালা-???

অফিস টা পরিপাটি - নেই কোনো কাটাকাটি -
কলমের খোঁচায় চলে -
বাঁশ দেওয়ার খেলা -
অযোগ্য দের অত্যাচারে-
যোগ্য রা পুড়ে মরে -
অকূল সাগরে ভাসে -
ন্যায় বিচারের ভেলা -!

তবুও আশায় থাকি- দু-চোখে স্বপ্ন আঁকি-
দিন শেষে ভুলে যাই -
নির্যাতনের ছবি- ও ভাই -
আমি চাকরিজীবী -!!!