স্বার্থের হিমেল স্পর্শে-
বদলে যায় মানুষ - বদলায় নিজেকে -
চেনা মানুষটিও হয়ে যায় অচেনা -
বড় বেশি সুখী হতে -
স্বপ্ন ছোঁয়ার অদম্য ক্ষুধায় -
ভুলে যায় শিকড় -
রঙিন পৃথিবীর খোঁজে –।

অর্পিত গোলাপের পাপড়ি গুলো -
ধুলোয় লুটিয়ে -
প্রত্যাশায় পথ চেয়ে বসে থাকা- মানুষটাকে -
মিথ্যে শান্তনায় নিঃস্ব করে -
খুঁজে নেয় তরী-
বুকের কবরে সমাধি হয় -
ভালবাসার -!

বড্ড নিখুঁত অভিনয়ে - কালের মঞ্চে-
প্রবন্চনার পুথি -
ছলনার তৃপ্তি- বিষাদচূড়ায় -
বিজয়ার হাসি -
হেরেছে সে- যে মানুষটি -
জিততে চায়নি কোন দিন -!

একদিন -
থেমে যায় পথ- ফেলে আসা গন্তব্যে -
নোঙর করে জীবন -
অতৃপ্ত তৃষ্ণায় স্মৃতি গুলো -
ডুকরে ডুকরে কাঁদে -
সুখের প্রহর গুলো - ভেসে যায় অজানায়-
শেষ বেলায় –।

বিষন্ন স্মৃতি গুলো -
বুকের খাঁচায় বন্দী করে -
তখনও প্রতীক্ষায় থাকি আমি -
হারাতে নয়-
আরেকবার হেরে যেতে -!!!