মন পাখি -
তুই কেমন আছিস -
অনুভবের বদ্ধ ঘরে - নিজেকে বন্দী রেখেও-
ভুলতে পারিনা তোকে -
বারবার শুধু ভুলে থাকতে চাই -!
স্মৃতির পাতা গুলো প্রতিদিন-
ছিড়ে ছিড়ে টুকরো করি-
মনের জানালাটা কতদিন যায় -
খিড়কি এঁটে রেখেছি -
হৃদয়ের দীর্ঘ শ্বাস যেন-
স্পর্শ না করে তোকে –।
কষ্টের শিকলে আমাকে জড়িয়ে রেখে -
তুই তো সুখেই আছিস -
আহত অনুভূতির ঘুন পোকা গুলো -
আমাকে কুঁড়ে কুঁড়ে খায়-
নিঃশব্দ নিরবতায় - শুধু অনুভব করি -
ভালবাসার প্রায়ঃশ্চিত্য -!!
মন পাখি -
ভালো থাকিস- সুখে থাকিস-
তোর পৃথিবী কে নিয়ে -!!!