হে ক্ষুধার্ত বন্চিত নিপীড়িত -
অসহায় মানুষেরা,
জেগে ওঠো -
আর ঘুম নয়।

সূর্য্য গ্রহন কেটে গেছে-
দূর হয়েছে আঁধার
বনের পাখিরা দিয়েছে উড়াল-
মুক্ত আকাশের বলাকা হয়ে।

বাতাসে রক্তের ঘ্রাণ,
গা ছুয়ে যায় বার বার -
এখনই সময় জেগে ওঠার।

ভেঙে ফেল নির্যাতনের যাতাকল -
মাথায় বাঁধ সাদা মারকিন,
হাতে লও শাবল, গাইতি,কোদাল-
ভাঙতে হবে ঐ উঁচু উঁচু প্রাসাদ,
যার পরতে পরতে চুইয়ে পড়ছে -
নিপীড়িত মানুষের রক্ত।

এ প্রাসাদ ওদের নয়, আমাদের -
আমাদের পাজড় ভেঙে -
গড়েছি এ নগর সভ্যতা।