ভেবে দেখো
রতন সেনগুপ্ত
শুচিতা অত উচ্চকিত হলে
শরীর চন্দন মেখে নেবে, আকণ্ঠ ডোবো
জীবন তো অতটুকু নয় – বাহির ও ভেতর থাকে তার
পোড়া মাটি শুধু যদি দেখো, আগুন দেখবে কবে
দু’ একটা মাটির সন্তান বিজ্ঞাপনে জাগে
তারা আকাশ ছুঁয়েছে
মাটিতে মিশেছে যে অনন্ত
যার একুল ওকুল ডুবে আছে ?
যা দেখায় তাই যদি দেখি, বিশ্বাসে লাফাই
তবে ঘুণপোকা শরীর খাবে
দেশ এক শব্দগত বিস্ময় – এক মৌখিক
প্রতিশ্রুতি যোগ
পতাকা ওড়াবার আগে যদি কেঁপে যেত হাত
একি সত্যি বিশ্বাস ? নাকি অতীন্দ্রিয় বোধ
স্বপ্নে সুখচর খোঁজে
যাকে শুচি বলি তাকি অনন্ত মুর্খামি আমাদের ?
ভেবে দেখো