ভালবাসি বলে
রতন সেনগুপ্ত
----------------------
১  
জ্যোৎস্নার বর্ষা রাত.
আলসিয়ে নেমেছিল ঝরা বকুলের পাশে
স্বপ্ন না তুমি ?
এতো আলো ! ভিজে গেছি
কৃষ্ণচূড়া থেকে নেমে এলে
হেরে গেছে ভুবন মোহিনী


কত প্রেমে জেগেছিল প্রেম
ঈশ্বর দিয়েছিল প্রাণ
আমরা জেনেছি ভুল
সে তো বেহুলার


শুধু তোমাকে পেলে পাওয়া হয় না তোমাকে
আমি আর তুমি হলে কি করে বাঁচবে প্রেম  
ছিঁড়ে যাবে কাঁথার সংসার
যদি না দেখাও তোমাকে
যদি না হাঁটতে পারি মাঠ ঘাট পথ, প্রেমের শপথ
মুখোমুখি দাঁড়াবার
যদি না
অপ্রেমে ছাড়তে পারি তোমাকে  


তোমাকে ভালবেসেছি বলে
আকাশের তারা গুনে দেখিনি কখনো
একটা ধ্রুবতারা  
অন্ধ পথে যেতে যেতে থাকে বুকের ভিতর


মিথ্যে থেকে যায় যদি বলি
শুধু আলো হয়ে মাতাও আমায়
প্রেমের মাতাল হয়ে বলি শুধুই তোমার
সে তো শিকড়হীন প্রেম মাটি ছাড়া
সে প্রেম দেব না তোমায়
যদি দিতে পারি দেব দেবার অতীত