তোমার কাছে যাব
রতন সেনগুপ্ত
সামনের পাহাড়টা বিশাল উঁচু
ধ্বস প্রবন
যে ঠিকানা দিয়েছ দেখা করবার
ওকে টপকে যেতে হবে
যদিও আর্তি ভয়ংকর
যে বুড়োটা পাহাড় কেটে পৌঁছে ছিল
সে আমার পাড়ার নয়
অপেক্ষায় আমার চারাগাছ বড় হলো না
বৃষ্টি নেই, অবসর নেই জল দেবার
এখানে ফুটিফাটা অজস্র অবনমন
গোধূলি হীন সন্ধ্যা
তুমি যে লগ্নের রূপ লিখেছ, দেখিনি তা কখনও
এখানে আসে না
হালকা মেঘের দল ওড়ে মন্থর
বটগাছটার কোলে দাঁড়াতে পারিনা
যেতে যেতে চেয়ে থাকি,বাজে সাইরেন
প্রতিরাতে ফিরে দেখি তোমার স্বরলিপি
বেসুরো গলাতে তুলেছি বহুদিন
আমন্ত্রণ চিঠি পড়ি বারবার, তুমি লিখেছ যাবার
কবে দেখা হবে, হবে নিশ্চিত
যে বুড়োটা পাহাড় কেটে ছিল, খুঁজবো এবার
লোকে বলে মৃত সে প্রাজ্ঞ প্রবর
প্রবাদ বলে লোকটা ভুমিকম্প জাগাতো
এ পাহাড় সরে যায়, সে বড় দুরহ
তোমার কাছে যাব এ তৃষ্ণা- আকাক্ষ্মায়
খুঁজে নেব, শিখে নেব, আছে গভীর প্রত্যয়
যদিও তন্ময় কাল এখন আমার
তোমাকে দেখার