স্বদেশে
রতন সেনগুপ্ত

এখানে দুর্ভিক্ষ নেই
মাৎস্যন্যায় চিতা জ্বলে, নাভিমূল ছোঁয় শান্তি জল
এখানে পথিক হারাইয়াছে পথ
ভাবিওনা এমন সম্ভব
সব কিছু দূর নির্দেশিত

বেকার, অর্ধাহার, অপুষ্টির যৌবন
পতাকার এপারে ওপারে ঝোলে
শস্য দানায় ভরা দেশ আমার গুদামে গুদামে উপনিবেশ গড়ে
সিঁড়ি হলে পৌঁছবে মঙ্গলে
আমাদের কোন দুর্ভিক্ষ নেই

বিনা বাক্যব্যয়, ঈশ্বরের ঠিকানা বদলায়
জোড়া ইঞ্জিন টানে শীতাতপ রথ
প্রাচীন সৌধ ভাঙে বিনা লজ্জায়  
ঘোড়া ছোটে রেস-মাঠে প্রবল গতিতে
ইদুর দৌড়ে জাগে ক্লান্ত অবসাদ

হেলিকপটার চড়েন কৃষক
গফুর, মহেশ হত্যা করে, গামছা দিয়ে ঝোলে
গফুর কি কৃষক ?
আত্মহত্যায় আমরাই প্রথম – এমনই মিথ্যা প্রচার
আমাদের কোন দুর্ভিক্ষ নেই
কর্তারা ফুল চড়ান বৃহস্পতির মাথায়

সব পথ নয়াদিল্লি গেছে – নরক গুলজার
ভুল হয়ে যায়, এতো মিরজাফর ?
ফ্রন্টলাইনে দাঁড়ায় ক্ষুধা – দেশপ্রেমী
কার দেশ ? কিসের তাড়নায় আগলায় সোনার সংসার ?
প্রশ্ন দেশদ্রোহী তোলে
প্রশ্ন নিষ্প্রয়োজন আপনার আমার

প্রভুরা গর্জন তোলে ভোগের জৌলুসে
বিশ্বে উঠেছে দেশ ধনী তালিকায়
এখানে দুর্ভিক্ষ নেই