শুধু তোমারই জন্য
রতন সেনগুপ্ত
ধরা ছোঁয়া যায় না কোথাও তোমায়
ভেতরে লাভা জমাট, ওপরে সঞ্চয়, তুমি সুউচ্চ চূড়ায়
তারা মৃত না ঘুমন্ত চরম সংশয়
বিচ্ছিরি সব সন্ত্রাস বুকের ভেতর
ওঠা নামা করে
ঘুমের ওষুধে মাত্রা বাড়ে প্রতি আয়ুকাল
মৃত মস্তিষ্ক হাঁটে চলে, মানে নিয়ম শৃঙ্খল
নিশ্চিত মৃত্যু হলে, কে ভরাবে তোমার সোনার সংসার
উচ্ছিষ্ট বিলিয়ে বল, সামাজিক দায়
একদম কথা রাখ নি এমনতো নয়
বৃন্দগান চলে আকারে-প্রকারে রাত্রিদিন
বাঁচার আলো দিতে হয়, তুমি জান
বিবিধ মৌতাত সার্বজনীন খাঁচার ভেতর
খেলাতেও নারী-শরীর দৃশ্যে সংগম
মুগ্ধ বিজ্ঞান কাঁধে বয় আকাঙ্ক্ষা তোমার
বিভিন্ন স্ফুলিঙ্গ জ্বলে নেভে, স্বাভাবিক অসংগত অসমান
ভয় নেই তোমার তুমি তার চেয়ে বলবান
সব হাত একসাথ হবেনা কখনও, দৃঢ় বিশ্বাস
যত দিন বেঁচে আছে ধর্ম-জাত-পাত
তাকে যত্নে রাখ, দেশপ্রেম পিল-বড়ি তোমার নির্মাণ
চকচক মোড়কে ঝোলে আবেগ, নানা ভাষা, নানা পরিধান
তোমার বৈশাখী ফুলে সাহসী অহংকার
এ ভুখা দেশে বহুমূল্য রথযান দেখায় বিক্রম
যারা মরে বা মারে সবাই অনটন
সীমান্তের এপার ওপার, মধ্যস্থল, শঙখনাদ প্রতি সান্ধ্য কাল
ছায়ার সঙ্গেও লড়ে, চাই উত্তাপ উন্মুক্ত হুংকার
অস্ত্র ব্যবসা বড় মুনাফার, দালালী দিয়েও
পুঁজি বাড়ে চমৎকার, নিয়ন্ত্রক তুমি নও, তোমারও ওপর
হীরক রাজারা আজ গনতন্ত্র বলে, অত মূর্খ নয় তোমার রক্ষক
দেবে আর নেবে, মিলাবে মিলাবে, রবে সুউচ্চ চূড়ায়
তবুও তোমার ভয়!
গোকুলে কে যেন বাড়ে.........