শেষ কথা
রতন সেনগুপ্ত
------------------
সমকাল বড় ক্লান্ত
পিঁড়ে পেতে দাও শুতে পাটি
লড়ছে মহারন সূচাগ্র মেদিনী
অনুত্তম ভোগে লেগেছে জিহ্বাগ্র
ক্ষয়ে যাক প্রতিসন্ধিস্থল
থামবে না
ওকে বসতে দাও, শুতে পাটি যদি পারো
ওর বার্গার খাওয়া মুখ, বিজ্ঞাপন স্ট্যাটাস বদলায়, ব্যস্ত এখন
দিও পান্তা ভাত পেঁয়াজ কাঁচালঙ্কা নুন, যদি আসে
জানি আসবেনা, মুখ থুবরে পরে যদি কাঁদে
আত্মহত্যায় জাগায় চেতনা, ডেকে এনো
বোলো একটু ঘুমিয়ে নিতে, শুতে দিও পাটি পেতে
বোলো
মাথার ভেতরে যা আছে রেখেছ সঙ্গোপন
ঝেড়ে ফেলে খুঁজে নাও নতুন ঠিকানা
যেকোনো পোষ্ট কার্ড পৌঁছে যাবে
যদি নিজে পোষ্ট করো, ভেবো না
শুনবে না এমন উপদেশ, উন্মাদ মাতাবে দুপুর
বলে দিতে পারে পৃথিবীর জানো কতটুক
বোলো জানি না তো তোমাকে দেখে বুঝেছি
মিনারের ওপরে থাকে একটা মুকুট
গুরুশিষ্য পরম্পরায় চলে
লাইনের দুপারে দৌড়োয় উঁচু হাত আকাঙ্খা পুতুল
কারো কারো জোটে হয়ত লুটের ফুরসুত
তারপরে পড়ে থাকে ...........................
শেষ কথা তুমি তো মানুষ