পাতি জীবন চিত্র
রতন সেনগুপ্ত
তুমিতো চলতে ফিরতে বলো –
‘আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে’
পরশমণি কোথায় আমাদের !
আগুনে জ্বলে বুকের মধ্যজান
অভুক্তের সামনে বসে খাইবার পাস
নেই ত্রাস –
বর্ণালী চোখ পরদা জুড়ে হাসে
পরশমণি যার হাতে আছে
সে অমৃত সন্তান, নিম্নে জল গড়ায় অসমান
উন্নয়ণ ঝাপি খোলে প্রচুর বাক্যব্যয়
শ্রম ঝোলে নিজের গামছায়
বাগাড়ম্বরে কেটে যায় করিশ্মা দিন
জাগে রাজপথ, দম্ভের গ্রহ-গ্রহান্তর
একান্তে নষ্ট মেঘ হাসে
এ মঞ্চ ও মঞ্চে নাট্যরূপ দক্ষ হাতে নাচে
ছারপত্র নিতে হয় প্রতি পাঁচে
দক্ষ প্রার্থী নিপুণ বাতাসা বিলায় দিনরাত
খসটানো আঙ্গুল জলপানি নিয়ে যন্ত্র টিপে আসে
অপেক্ষার দিন ভাবে
ভগবান আসিবেন এই শুভপথে