মেনে নিলে সব স্বাভাবিক
রতন সেনগুপ্ত
পিছনের পা পাঁকে পুঁতে দিলে
সামনের পা উঁচু থেকে উঁচু
অজগর নিচু থেকে গেলে
এক পায়ে বিশ্ব-ভিখারী দু'নৌকায় দোলে
হাল-পাল বেচে থাকে বন্ধকে
তুমি আমি কোনদিকে?
হাসে বিদ্যাধর - তোরা তো গোপন ব্যালট,জগৎ-সংসার
পৃথিবীর বৃহত্তর, তোদের বোঝানো দুষ্কর! এ পৃথিবী মায়াময়, ভাবলেই ভাবনা হয়,না ভাবলে কিছু নয়
বিনা পয়সায় চারাগাছ, পোঁত যত ইচ্ছা হয়
'পুঁতবো কোথায়? ঘর-বাড়ি নেই, রাস্তা কোথায়? '
অজুহাত বড়ই মিথ্যে ছড়ায়,ইচ্ছে থাকলে আছে উপায়, যদি মন দিয়ে করো কাজ, বিনা পয়সায় চারাগাছ পোঁত
পোঁতা ইচ্ছায়, মেটাও অভিলাষ
দূষণ! দূষণ, সারে সর্বনাশ
' কিন্তু ধোঁয়া ও গাড়ি, চাষের পানি ' - চুপ! ওটা উন্নয়ন কোন কথা নয়,নয় অজুহাত বাদরামি,ওরা মহামানি
ওরা না থাকলে দেশ!কোথায় পাবি তোর জলপানি!
নিরুত্তর গফুর, পানি নেই তার,নেই খাবার, ফুটিফাটা মাঠ
আর্সেনিক ঘা শরীর জ্বালায়,দৈত্য যন্ত্র তোলে অবিরাম মাঠ-পানি
বাবুলোক কিনে খায়।তার কি আছে সে উপায়?
এতো সম্পদে সম্পদহীন, কত কঠিন স্বাধীনতা দিন
বুকলিস্ট ধরে পড়াশোনা হবে,রুমালি গন্ধে-
আলুর দম খাবে - একদিন, ভোট দিন, ভোট দিন
এপিঠ, ওপিঠ টস হয়ে যাবে
মঞ্চ শোনাবে আসছে দিন - আচ্ছে দিন
অভ্যাসে বাঁচে অভ্যাস, মেনে নিলে হয় স্বাভাবিক
বোকা জনগণ কতদিন বোকা দূর্ভাগা দেশে!
ধন ধান্যে পুষ্পে ভরা জননী জন্মভূমি,আছে রঙ্গ রসে
বন্দুক মুখে সবাই হাসি,গুলিয়ে গিয়েছে কাকে ভালবাসি
কার পেছনে কষাবো লাথি,এত জল কে কোথায় ভাসি? কার পেছনে?
দেখা যায় না কাঁটাতার আছে, তোমার আমার মধ্যে ও মাঝে
ক্ষুধার পেছনে, ক্ষুধা লেগে আছে - রাইফেল কাঁধে
বোকা জনগণ কতদিন বোকা দূর্ভাগা দেশে!
গুলিয়ে গিয়েছে কাকে ভালবাসি,কে সমব্যথী
কার পেছনে কষাবো লাথি, এ দূর্ভাগা দেশে!
বোকা জনগণ... ….