হড়কাবান
রতন সেনগুপ্ত
জল ঝড়ে বেড়েছে ঝর্না গুলো
নুড়ি পাথরের বড় আনাগোনা
ওপর মহল থেকে কতটা বার্তাবাহী কতটা নিয়ম
পাশ থেকে দেখেশুনে বোঝা তো কঠিন
হড়কবানে ভেসে যেতে পারি, ভেসে যেতে পারে যাযাবর তাবু গুলো
আগাম কেউই বলে দেবে না, বলবে দেখাটাই বাড়াবাড়ি
যে ছেলে ও মেয়েটি প্রথম চুম্বনে ঢেলে দিল পৃথিবী
তারাও যদি ভাসে, ভয় ভয় সুখ ঢাকি
ওদের কি বারণ করা যায় - ভেবে নিতে পারে স্বাভাবিক
মিথ্যে দেখাচ্ছি ভয়
এই সব বানের তিথি নক্ষত্র জানব বলে
খোঁজ নিয়ে দেখি, অনেক সুদুর বৃষ্টি তার খোঁজ
এই বন-প্রান্তরে প্রান্তিক দোষ
বানিজ্য চলে না - তরঙ্গ লীন হয়ে
চলে যায় পাশের শহরে
এ সব বাহ্য কথা, পর্যটন বৃথা হয়ে যায়
ইক-টুরিজম আছে তোমার কি ভয়
দূর থেকে দেখা বিপদজনক নয়
মিশিয়ো না নিজেকে - এইটুকু সাবধানতা
নিরাপদে দেখে নিতে পার
শুধু অন্য পথ কিছু ভেব না