গুরু উপদেশ
রতন সেনগুপ্ত

লেখা থাকে লেখার মত
শব্দ থাকে নিচের তলায়
অনেকেই কম,কেউ তত বেশী
ভাগ্য এমনই এমনই - বৃথা রেষারেষি

কমবেশি সবই তো পাথর খোদাই
ফসিল স্বপ্ন নিয়ে জন্মান্তর দেখভাল করে
' তুমি আমকে দাও, তোমাকে তোলা দেব'
নিশ্চিত নিশ্চয়, উপচানো থুতু-তে বাঁচায় দয়াময়
সে তো আমাদেরই লোক মহাশয়

একটাই স্বপ্ন ঘুরে ফিরে লোকাচারে মেশায় যৌগ
প্রাজ্ঞ পন্ডিত আর 'বাবারা' সুপরিকল্পিত
যুথবদ্ধ মেষপাল অসীম অহিংস
শিক্ষিত হতে হয় দেখে দেখে, শেখো ওদের থেকে

গর্ব ধ্বংসের মূল, 'মানুষ' হতে পার
তা বলে তুচ্ছ তাচ্ছিল্য - গরু,মোষ,ভেড়াদের
ওরা দাবী হীন - তৃণ থেকে দীনতর, শেখো শেখো
যার আছে সে-তো চমৎকার  উন্নত
তোমাকে খোয়ারে পোষে, দানাপানি দেয়
বাঁচায় তোমাকে ভগবান সম

সুযোগ তো তোমারও ছিল পেরেছ কি? অবাধ গনতন্ত্র
সবাই সব কিছু নয়- হোতে হয়,পৃথিবী বীরভোগ্যা
তার কাছে তোমার আবেদন নিবেদন, ভৃত্য সমাচার
পড়ো নি, 'পুরাতন ভৃত্য' আনুগত্য অনুচরী সংযোগ
সেই তো দিবাকর

যারা লড়ে তারা মরে, যারা গড়ে তারা কি ভোগ করে?
এই তো সংসার - যার আছে তাকে দিতে হয় বরাবর
রাগের কি আছে? সেই তো চালায় জগৎ সংসার
কিসের ন্যায় অন্যায়?  
বিচার করবেন, আছেন ধর্মাবতার

'মানুষ' অহংকার ছাড়, বাঁচ বা মর
পৃথিবী অসীম মায়াময়!