দুর্নীতি
রতন সেনগুপ্ত
এটা কোন ইস্যু না
ক্ষমতার বড় গলা, এসব তো হয়ই
এও এক স্বাধীনতা, তুমি যতই চেঁচাও

রক্তে রক্তে ভেসে যাবে
রং তবু গেরুয়াই হবে, অথবা বিবর্ণ লাল ফ্যাকাসে, তেকাঠি ত্রিবর্ণে
কেউ চুরি করে নামাবলি দেবে গায়
যেমন দেখতে চাও লোকে যা খায়

লোককে খাওয়াতে হয়  
সে গুন না থাকলে চেঁচাতে পারো
যত ইচ্ছা চেঁচাও কি আসে যায়
মুকুটই শেষ কথা বলে

যে মারে যে মরে কোনটাই রং নয়
ক্ষুধা – তোমার পক্ষে বা বিপক্ষে দাঁড়ায়
সীমান্তে জঙ্গলে বা স্পর্ধিত স্বরে
রঙের কি দোষ হোলি না জানে
পিচকিরি যা ভরে

থুরি পিচকিরি যে ভরে
সব হাতে হাতে হাততালি
কোনটা প্রচারে যাবে কোনটা ভাগাড়ে
মিথ্যে যদি একনাগাড়ে

সবাই জিগির তোলে যে যত ওপরে ওঠে
বর্গীরা গায় দেশগান