চোরাবালি ঘাট
রতন সেনগুপ্ত
আবেগে ডুবে আছি
বেগের আবেগ ছুঁয়ে দেখিনি কখনো
গোপন আপশোস, বিলাপ, ফ্যানা বুদবুদ টানে অবিরত
ফেরাবে অন্ধকার, নিমগ্ন ষড়যন্ত্রে আমাদের পুরাণ
তব জ্ঞানে সোচ্চারে ফোলায় ছাতি
যা কিছু সহজ, সহজ হল না, ধরে আছে আদি জন্মকাল
যা শেখাও তাই কি সকাল? প্রশ্নহীন মান্যতা দিয়ে ?
একটাও চারাগাছ পোঁতনা জল দেবে বলে
শুধু আবহাওয়া দেখাও চমৎকার
চড়ুইভাতির জন্য খুঁজেছি ছায়াতল, নদী যৌবন
মুখের ওপর বন্ধ দরজা, টোকা দিয়ে বন্ধ সংলাপ
কতদিন বন্ধ, বন্দী কতকাল, নদী কেন বিষের আকর
প্রশ্নহীন, শুধু প্রশ্ন-উত্তর, মুখস্থ বইয়ের পাতা
উগরিয়ে পাড়ি দেব, পদসেবা দেব, ভিড়ের পাহাড়
ধ্বসে চাপা মৃত সঞ্জীবন, বন্ধুর কলার ধরে বোঝায়
খুল্লতাত কেউ আর নয়
জয়ধ্বনি বাজে শঙ্খ নিয়ে
ফুঁ দিয়ে ভেবেছি আমার, ধ্বনি ঘিরে কাঁটাতার ওঠে
শুধু সংক্ষেপ, বয়ে যাব তুমি আমি
আমাদের চোরাবালি ঘাট