বোকা ভাবনা
রতন সেনগুপ্ত
প্রতিদিন দুঃখ বেচি
লজ্জা গিলি
শান্তি খোঁজে আশ্রিত মন
ভয়ে থাকি, বাদ যেন না যায় কোন নামের স্মরণ
বলার আগেই বলি – ভাল আছি, আপনি কেমন
মস্তিষ্ক ব্যস্ত রাখে সান্ধ্য সিরিয়াল
কার্টুনে চনমন ঘরের শিশু
প্রজন্ম প্ররোচিত হয়, নাচে বোম ভোলে
সাত তামাসার ধন দামাল ছেলে মেয়ে
ধর্ম খায় বাকি প্রস্থ সব, রাজ প্রসাদে
চারিদিকে ধন্য ধন্য বাবা ভগবান
কৃষ্ণের অষ্টশত নাম
মায়ের পূজার ফুল বড় ম্যাড়মেড়ে
শুধু দুধে ভাতে থাক সন্তান
ভুখা আছে বলে কি আনন্দ রবে নিরবে
নগ্ন হতে হতে লুঙ্গী ধরে টানে সমাজ-সময়,
উন্মুক্ত মদ্যপ করতাল
জানে কলকাতা, জানে মুম্বাই, জানে .........
ভূগোলের ধর্মতলা প্যান্ডেলে প্যান্ডেলে
সেলস ম্যানেজার হাসেন, জানেন নাচাতে হয় কত বিজ্ঞাপনে
পুরষ্কার হাতে নিয়ে সবাই ধন্য হয়
বোকারাই এসব নিয়ে ভাবে