বাসভূমি
(তৃতীয় বিশ্বের কথা মনে রেখে)
        রতন সেনগুপ্ত
--

-----------------------------------
তোমার বৈকুণ্ঠ নিবাস।
কি আসে যায় ধ্বংস হলে

অরণ্য পাহার নদী গ্রাম
কি আসে যায়?

সাদা মাটা থাকা নিপাট  অপরাধ
ঠেলে দিতে পারো খুলে দিতে পারো নরকের দ্বার
সবকিছু বিনিয়োগে বাড়ে
ভরপুর রেখে দিতে হয় অস্ত্রাগার
লুণ্ঠনের চোখ বড় আলোময়

সাজান বাগানে প্রবাদ-প্রতিম তুমি
পর্দার এপারে ওপারে দুই মেরু নাচে অবিরত
অপ্সরা পরী হয়ে আসে দরবেশ
কত দয়া তার

আমাদের ভাঙ্গা সংসার
রাজা জানেন তোমার সম্মান
ইষ্টিকুটুম পাখিটা তোমার হাতেই দেবে শহর, নগর, গ্রাম
তোমার বৈকুণ্ঠ নিবাস

কি আসে যায় বুকের শেকড় উপড়ালে
কপাল মন্দ, হবে নরকবাস    
তৃণ তো ছাগলেই খায়
মৃদু তঞ্চকতা ছাড়া
একটাও ইট পাটকেল ছুঁড়িনি কখনো
কে আটকাবে, যার বৈকুন্ঠ বাস