আমি ধর্ম মেনে চলি
রতন সেনগুপ্ত
------------------------
আমি ধর্মান্তরিত নই
ধর্মে আছি সৃষ্টি থেকে
তোমরা ধর্মান্তরিত, লেবেল এঁটেছ গায়
ঘৃণা, হিংসা, ধ্বংস, দখল
রাজার পরম্পরায়

আমি ধর্মে আছি
যে দেখায় আকাশ নদী মানুষ প্রকৃতি
ধীর পায় কেমন হেঁটে এসেছে এখানে
স্বচ্ছ জলাশয়, ডুব দি খুঁজে দেখি কোথায় ঘোলা জল
ছড়িয়ে ছিটিয়ে তাকে আতস বানাই  

খুঁজে খুঁজে হয়েছি মানুষ - দুই পায়ে
সূত্র-সত্য রন্ধন করে মুখে তুলি
তুমিও বাইরে নয়
শুধু ধর্মান্তরিত অন্ধ চশমায়

সৃষ্টির রাশি রাশি পুরাণ, মহাকাব্য, দর্শন, রূপকথা রুপকল্পময়
আলো ফেলে সরস সাহিত্য বোধ প্রাচীন সম্পদ
তাকে খুঁটে খুঁটে পড়ি, না পড়ে রাখি না বালিশের তলায়
পুণ্য দেবে বলে চরম ভরসায়

তোমরা যুদ্ধ কর
ঘৃণা করো ভালবাসা নেই প্রেমহীন ডুবে আছো
স্থবির জলাভূমি রেখেছ সাজিয়ে
ধর্ম বলে পচা গলা জ্বলে স্নান সেরে ওঠো
পৃথিবী দেয় নি এ ধর্ম
তুমি লেবেল এঁটেছ
আমি ধর্ম মেনে চলি