দেখো না আমায়
রতন সেনগুপ্ত

আমাকে দেখো না, কি হবে দেখে
শরীর জুড়ে ঘা,স্নান নেই পবিত্র সরোবরে
অষ্টাদশী শ্রাবনী নূপুর সন্ধ্যা
দেখো না আমায়, জ্বালা ঘা দগদগে
কোথাও যাবনা,এই স্থির মূল থেকে
দেখো না আমায়

শেষের বিকল্প শেষ, আরম্ভের বাজনা বেজে যায়
ওখানেই সকাল সন্ধে রাত
জ্যোৎস্না-সাদা চাল কথা বলে বর্ষ প্রাচীন শীতে
ওখানেই প্রাণ ওখানেই

মূল, কান্ড কোথাও জল ঢেল না
যে শিকড় খেয়েছে
যে ফুল ফুটেছে তাকে দেখ, ছিঁড়ো না
    

পথিক-চোখ সে ধুয়ে দেবে বিনা বাক্যব্যয়
শেখ  
পকেটে রেখো আতশ কাঁচের যৌবন
ও সূর্য সকাল, দেখে নেবে,যাচাই এর আছে প্রয়োজন

অবিমিশ্র সত্য নয় কিছু, আমাকে দেখো না
আকাশ প্রতিমা দেখ
সমুদ্রে সরল কিছু নেই, সুনামি দেখনি
অমৃত চুরি হয়ে যায়
কারো কাছে নতজানু নয়, শিখে নিয়ো শ্রদ্ধা-নিয়ম

তোমাকে ভোলাবে গাল-গল্প-গাথা
আস্ফালন দেখাবে ভয়
অযত্নে সরে যেয়ো না, আমাকে দেখো না
সমাধিতে থাকে না জীবন, ফুল নিয়ে যেতে হয় যাও

খোঁজ, খুঁজে দেখ অনন্ত যৌবন
আপসে থেমনা,ভয় চিরন্তন নয়
আমাকে দেখোনা,দেখো পথিকজন
সূর্যাস্তের আগে-পরে