অক্ষমতা
রতন সেনগুপ্ত

শেষ বিপন্নতা গঙ্গায় ছুঁড়ে দেব
এই ভেবে এসেছি এখানে বহুবার
কি করে ভাসাব তাকে ভেবে ভেবে
ফিরে গেছি গচ্ছিত ধনে

জীবন কতটা নির্মম কতটা উদাসীন
কতটা প্রিয়তা মুখর
ভীষণ মিশ্রিত যৌগ রসায়ন
বোধ করি পাঠক তা জানেন, জানেন কবিও

এও জানা মজ্জাগত রোগভোগ  সযত্নে লালিত
জট গুলো গিঁট গুলো হাঁটে বিপ্রতীপ
দু'হাতে ছাড়াতে গেলেও অন্তমুখি টান
স্থানাভাব রাখেনা কোথাও

হাঁটাচলা বন্ধ হলে অলস নির্লিপ্ত বিবমিষা জাগে
বলে - যা হচ্ছে হয়ে যাক, ওম ঘরে বাড়ে উত্তাপ
নির্লিপ্ত অন্ধকার, জাগায় না কোন তারাপুঞ্জ
উসকানি চেনেনা নাগরিক প্রিয় কবি জন

শুধু দুঃখ পাই, শুধু বিপন্ন ফেরিওয়ালা
কষ্ট পাই বড় কষ্ট, চুবে থাকি দংশন সুখে
নীলাভ প্রতিবাদে থাকি, নিরুপায় কখন সখনো
জানি, জেনে জেনে গোপনে রাখি
সপাট থাপ্পর না মারার নাম অক্ষমতা