অবেলায়,

বড্ড দেরিতে
আমার দ্বারে এসেছিলে প্রিয়!

আমি ছিলাম রিক্ত,
সম্বল ছিল .........
শেষ অশ্রুবিন্দু!
আর তোমার জমানো,
একরাশি অপূর্ণ স্বপ্ন!

স্বপ্নগুলি ফিরিয়ে নাও......।।
সেই অন্য পুরুষে , পুরিয়ে নিও!

আমার,যান্ত্রিক জীবন, তোমার যজ্ঞে ... বিলীন!

অন্তবিহীন!