কি করে?
রাসবিহারী ঘোষ

কি করে ওই সাদা কাশফুল  মাঠে চড়ে?
কি করে  শিশির মেখে  শিউলি ঝরে?
কি করে নীল ক্যানভাসে  মেঘের মেলা?
কি করে ধানের ক্ষেতে  সবুজ দোলা?

কি করে পদ্ম শালুক সাঁতার জলে?
কি করে কৈলাশ আসছে সদলবলে?
কি করে আমার ভিতর  পাচ্ছি সাড়া?
কি করে শরৎ  দরজায় নাড়ছে কড়া?

কি করে ওই ছেলেটা আস্তাকুঁড়ে?
কি করে খাবার খোঁজে ঘুরে ঘুরে?
কি করে ওর শরৎ আসবে কবে?
কি করে ও বাঁচার মত জীবন পাবে?




বর্ধমান
০১:১১, রাত
১৯/০৯/২১