বৃষ্টি ঝরে
রাসবিহারী ঘোষ
বৃষ্টি ঝরে আমার ভিতর
বৃষ্টি পড়ে তোমার ভিতর
বৃষ্টি নামে আমার মনে
বৃষ্টি থামে তোমার সনে।
বৃষ্টি কাঁদে দুঃখ হলে
বৃষ্টি হাসে সুখের তলে
বৃষ্টি ছোঁয়া মিষ্টি হাসি
বৃষ্টি ধোয়া আমার খুশি।
বৃষ্টি শুধুই বৃষ্টি হয়ে
বৃষ্টি দেখুক বৃষ্টি চেয়ে
বৃষ্টি আসুক দিনে রাতে
বৃষ্টি ভাসুক কল্পনাতে।
শান্তিনিকেতন
৩:৪৫ বিকেল
২৭/০৮/২১