বোকার বচন
রাসবিহারী ঘোষ

ওরা চেয়ে আছে বজ্র কঠিন
লক্ষ্য রাখছে রাত দিন
তোমাকে আমাকে।

অস্বস্তি হচ্ছে?

তবে,ওদের শিরদাঁড়া খুলে নাও
দেখবে,আর দাঁড়াতে পারছে না।

সব আয়নাগুলো আছরে ভেঙে ফেল
না হলে প্রতিরোধ গড়ে উঠবে
জেগে উঠবে না পাওয়ার যন্ত্রনা।

ভালো হয়,
যদি একটু ভাত
ছড়িয়ে দিতে পারো।

না হলে, আয়নাগুলো অক্ষরের মধ্যে
আস্তিন গোটাচ্ছে
অক্ষরের মধ্যে লুকিয়ে আছে বোমা
যে কোনো মুহূর্তে লঙ্কাকাণ্ড হতে পারে।

সুতরাং,

সব অক্ষরগুলো পুঁতে ফেল
বা নদীর জলে ভাসিয়ে দাও
কারণ, নতুন করে সুযোগ দেওয়া যাবে না।

সব রাস্তাগুলো কেটে দাও,
সিঁড়িগুলো তুলে নাও,
একটা স্বজনপোষণের দুর্ভেদ্য দুর্গ বানাও,
যেখানে শুধু তুমি আমি ঘিয়ে মাখামাখি।

খুব সাবধান আত্মতুষ্টি,
বিরনামের জঙ্গল থেকে প্রমিথিউসেরা
এগিয়ে আসছে ডানসিনেনের দিকে,
যে কোনো সময় আগুন লেগে যেতে পারে,
তোমার আমার সুখে।

মুক্ত চিন্তা একদিন যুক্তির মুকুট
পড়বেই,
সব কাঁটাতার ছিঁড়ে।

তার জন্য
ম্যাকবেথ,
পিছনের খিড়কির দরজা
খোলা রেখো।