স্বপ্ন- যা শেষ রাতে শুরু হয়েছিল
ভাঙল এইমাত্র ।
চোখে কেমন পুলকিত স্বচ্ছলতা
মনে কেমন অতৃপ্ত তৃপ্তি ।
স্বপ্নটির বিষয়বস্তু বুঝতে পারছি না ।
তবে মন ছুয়ে যাওয়া কোন উপলক্ষ্য মনে হচ্ছে ।
যাই হোক- সুখস্বপ্ন বা দুঃস্বপ্ন
ভালো লাগাটা অসাধারণ ।
যেন হৃদয় নামক সবুজ মাঠ
শিশির জলে স্নান সেরেছে ।
যেন প্রকৃতি বাদল জলে নেয়ে
আরো গাঢ়তা পেয়েছে ।
ধুলো ধোঁয়া মেশা সবুজ গাছগুলো
হয়েছে চিরসবুজ ।
ঠিক যেন সকালের স্নানশেষে
চিরস্বচ্ছ কোন রমণীর রূপ ।
কিন্তু সেই সজলতা
নিমেষেই সূর্যের আলোতে মিলিয়ে যাচ্ছে ।
চোখে রয়ে গেছে শুধু
অচেনা কোন অমরাবতীর আঁচলে ঢাকা ছবি ।