( বরাবরই আমি একজন লালন ভক্ত । কবিতাটি সাঁইজিকে উৎসর্গ করলাম । )
ডেকোনা পিছু, ভরিও না আঁখি
যেখানেই থাকি, জলে যাবো সখি ।
মিঠা জলে যদি মিটে নোনা জ্বালা
জেনে নিও তুমি আছি সারাবেলা ।
ফিরবো ভেবে আমি চেয় নাকো পথ
বাউলা মন ভাসা খেলার খেয়েছে শপথ ।
খাঁচার ভিতর কিসের বসত খাঁচা কি তা জানে
হুট করে সে কোথায় পালায় জানি কিসের টানে ।
খাঁচা আমার ভাসাবো তাই জানতে সেই টান
ক্ষণিক সুখের পৃথিবীকে দিলাম বলিদান ।
অচিন দেশে অচিন বেশে যদি কভু পাই
চিনে নিবো ঠিকই যেন, বলে গেছেন সাঁই ।