তুমি করো এমন পর
যাতে ভুলেও তোমায় না খুঁজে পায় আমার আয়নাঘর ।
তুমি করো এমন পর ।।
যেন যুগের পথে হাঁটি আমি একাই নিরন্তর
এই পিছু ফেরা মনন আমার ছুটে তেপান্তর ।
তুমি করো এমন পর ।।
যেন স্বপ্ন আমার কভু না যায় তোমার নিঝুম ঘর
চেয়েও আমায় যেন না পাও হচ্ছি যাযাবর ।
তুমি করো এমন পর ।।
যেন ভাবনা আমার উপড়ে ফেলে বিশ্ব গহ্বর
আজি প্রার্থনা মোর শুনতে কি পাও চন্দ্র কারিগর ?
তাকে করো এমন পর ।।