তাকিয়েছিলাম পিছু ফিরে
ভাবনা ছিল দৃষ্টি ঘিরে
চেয়েছিলাম ডাক তুমি আজ।
ডাকলে না তবুও, আবার হারে নিছক স্বপ্নবাজ।

এসেছিলাম সবই ফেলে
মুদ্রা জেনো দুপিঠ খেলে
জ্বলছি আমি, জ্বলবে তুমি
রীতি সবই জানা।
সময় কভু বদলে গেলে
হাসব আমি এটাই ভেবে
স্বপ্নরাজ্যে হয়ত আবার
মেলব সপ্নডানা।

হাত বাড়ালে হাত বাড়িও
চলতে পথে পাশ দাড়িও
তবুও চেনা দায়।
এ কেমন আজব প্রথা
কেউ বোঝে না মনের কথা
স্বপ্ন পুষে জীবন চলে যায়।