আর কতটুকু বেশি প্রার্থনায় তোমাকে পাওয়া যায় আমি জানি না
আমি জানি না কত ক্ষণ-অনুক্ষণের চিন্তা তোমায় অস্তিত্ব দিতে পারে
কতখানি পথ হাঁটলে পিছুডাক ভুলে তোমাকে পাশে পাওয়া যায় আমি জানি না
আমি জানি না কোন শব্দযুগলে তোমার অজানাগুলোকে ভাষা দেয়া যায়
শুধু জানি তুমি আপন ঘরের পরবাসে থাকো
গোধূলির মতো আলো-ছায়ায় বাঁচো
হাঁটো, হাসো আর সুবাস ছড়াও
আমার আঁধার জগতে আয়না হয়ে দাঁড়াও
আমি শুধু দেখি... দেখে যাই ... জন্মান্তর!