মৃত্যু ব্যাথার মতো কিছু অমলিন শোক,
চিহ্ন যার এখনও কিছু ঘা, দগদগে স্পষ্ট,
শিকড় পেতে অধিকার করে একফালি বুক।
আর সঙ্গী তার চাপচাপ জমাটবাধা কষ্ট।।
সেই সব কিছু দুঃখেরা, কখনও প্রবল
আবার সময়ের হাওয়ায় ধূসরে অবগুণ্ঠিত
তাদের ভেজা ভেজা শরীর ঝরায় মেঘ জল,
মনের অসুখে আঁধার ঘরখানিও ক্লান্ত।।
তাই সেই সব স্মৃতিরা দুর্বল হওয়ার আগেই
কাচের শোকেসে সাজিয়ে রাখি আর
অপেক্ষা করি কবে বোরিং হবে রোজকার হেলো-হাই
একদিন তারা ডানা মেলবে প্রজাপতির।।
কবিতা হয়ে উড়ে উড়ে ঘিরবে আমার কঠিন সময়
ডায়েরীর পাতায় বাঁধব বুকে শাণিত ছুরির মহড়া,
না-ব্যাথা না-তিক্ত স্মৃতিরা থাকবে অবহেলায়,
মৃত্যুরা ঘুমুবে নিশ্চিন্তে, পাহারায় থাকবে যৌবনেরা ।।