ঘোলাটে আকাশ জড়ানো আমার জগতখানি
নিষ্প্রাণ একাকী নতুন স্বপ্নের সন্ধানী,
মুঠো মুঠো মেঘ ছড়িযে শীতল অপেক্ষা,
হঠাত্ বেখেয়ালে যদি রামধনু হয় আঁকা ।
শহরের ছায়াপথ জুড়ে উদাসী বাউলের গান
উড়িয়ে নিয়ে চলে দূর দেশে কোন সুদূরের টান,
উথাল পাথাল পাগল হাওয়া বুকের বেড়া ভেঙে,
পথিক সেজে ছাড়বে আড়াল, অবাধ্য নিয়মে...