মরীচিকার মতো আর একটা সাজানো সুন্দর স্বপ্ন
হাতছানি দিয়ে ডাকছে নিরন্তর, বহুযুগের চেনা যেন,
জগত আজ সবরকম ভাবে রঙিন ষড়যন্ত্রে
সামিল,শুধু আমাকেই আরও একবার, মিথ্যে মন্ত্রে
বাঁধবে ভেবছে তাই।
এভাবেই আমি বারবার উচ্চাসন থেকে নেমে দেখেছি,
মাটিতে আমার ঘর আছে কি? চুপচাপ শুনেছি
নতুন দিনের গান, আর আছে একমুঠো বাতাস
স্নিগ্ধ রকম, সোনালি সকালের আশ্বাস।
স্বপ্ন কি এটাই?
উত্তর খুঁজি আমি, পথ গিয়েছে হারিয়ে কত,
অনেক পরে ঘরে ফিরতে গিয়ে, দেখি আমি ব্যর্থ।
ভ্রম ছিল শুধু, ফণীমনসার কাঁটাই যে তার ভালবাসা!
একবুক আমি বৃষ্টি হয়ে ঝরে পড়েছিলাম মরুভূমিতে,
শুষে গিয়েছে সবই।
তবু আমি জানি, মেঘ আছে জমে আজও,
আবার সিক্ত করব তপ্ত হৃদয় কোনও,
দুদিনের জন্যে হলেও, কাছে এসো আর কোনদিন
রেখেছি সাজিয়ে সত্যি সবুজ মরূদ্যান, জেনো
থাকবে শুধু তোমারই।