আমার যতটা দেওয়ার ছিল,
সমস্ত সবটুকু উজাড় করে দিয়েছি,
প্রত্যুত্তরে পেয়েছি আলগা হাসি,
খেয়াল করিনি তখন, অকারণ মজেছি
স্বপ্ন সাজানোয়। কথা ছিল
পাশে থাকার, একসাথে হেটে যাব
অজানা কোন রাস্তায়, হিসেব রাখিনি
কোথাও, কি পেলাম না। আজ সব
হিসেব মিলে গেছে, দুই এ দুই এ চার হয়নি।
ভাঙতে দেখেছি নদীর অন্য পাড়,
নতুন জমিতে আমি একা ই রাজা
অন্তত এটুকু থাক- শুধুই আমার!