তোমার-আমার সবকিছু কেন অল্প অল্প করে
লোকমুখের গল্প হয়ে গেল???
একটু একটু করে পিঁপড়ের মুখ থেকে যেন
চিলটা ছোঁ মেরে খাবারটা কেড়ে নিলো!!!
সেই হতাশায় শাপলার পাপড়িগুলো শুকিয়ে শুকিয়ে
কেমন যেন অদ্ভুততর অনান্দনিক সৌন্দয্যের আড়ালে
পুরনো সুখ স্মৃতিগুলোকে জোর করে হজম করছে
আর রাস্তার কুকুরটা ধুঁকে ধুঁকে মরছে কার অবহেলে?????
খুব কি জগা-খিচুড়ি মনে হচ্ছে এই কবিতাটাকে,
উন্মাদও কি ভাবতে শুরু করেছো এই আমাকে???
পাতা উল্টিয়ে ফেলছো কি তুমি, ওগো বন্ধুবর?
আসলে তোমার রঙিন দুনিয়া আমার কাছে ভীষণ ঊষর-ধূসর..............................
রবি ঠাকুরের প্রেম-ভালোবাসা আজকাল খুবই অচল
যত যাই বলো, এটাই বাস্তবতা !
তার চেয়ে বরং রাতের আঁধারে এই নগরে
দেহের আদিম নির্যাস অনেক সস্তা!!!!!!!!!!!
বীজগণিত-পাটীগণিতের যুগ শেষে এখন
বাইনারী নিয়ে ঘাটাঘাটি করছে তোমার ছোট্ট ভাইটি
মোবাইলের গেমস বাদ দিয়ে বিজ্ঞের মত
নিজে নিজেই সাজায় দাবার গুটি!!!!!!!!!!!!!
খুব কি জগা-খিচুড়ি মনে হচ্ছে এই কবিতাটাকে,
উন্মাদও কি ভাবতে শুরু করেছো এই আমাকে???
পাতা উল্টিয়ে ফেলছো কি তুমি, ওগো বন্ধুবর?
আসলে তোমার রঙিন দুনিয়া আমার কাছে ভীষণ ঊষর-ধূসর..............................
সকালে নাস্তার টেবিলে বাসি পাউরুটিতে
জ্যাম লাগাতে লাগাতে দিনের শুরুওয়াত
আর সারাটা দুপুর-বিকেল ভবঘুরের মত ঘুরে
সন্ধ্যেবেলায় ইজিচেয়ারে বসে দূর করি রোজকার অবসাদ!!!!
মন ভালো থাকলে কাকের ডাকও ভালো লাগে
আর না থাকলে পোষা বেড়ালটাও দু চোখের বিষ!!!
অহেতুক খাটিয়ে মারে অলস মস্তিষ্কটাকে
আসলেই মানব মন বড্ড আজিব জিনিস!!!!!!!!!!!!
খুব কি জগা-খিচুড়ি মনে হচ্ছে এই কবিতাটাকে,
উন্মাদও কি ভাবতে শুরু করেছো এই আমাকে???
পাতা উল্টিয়ে ফেলছো কি তুমি, ওগো বন্ধুবর?
আসলে তোমার রঙিন দুনিয়া আমার কাছে ভীষণ ঊষর-ধূসর..............................
দিবাচর মানব প্রজাতি থেকে নিশাচর হয়ে গেছি
কখন, নিজেই জানতে পারিনি
হাসি-খুশি থাকার অভিনয় করতে করতে
মন খুলে কাঁদতেও পারিনি!!!!!!!!!!!!!!!!!!!!
একটু একটু করে পিঁপড়ের মুখ থেকে যেন
চিলটা ছোঁ মেরে খাবারটা কেড়ে নিলো!!!
তোমার-আমার সবকিছু কেন অল্প অল্প করে
লোকমুখের গল্প হয়ে গেল???
খুব কি জগা-খিচুড়ি মনে হচ্ছে এই কবিতাটাকে,
উন্মাদও কি ভাবতে শুরু করেছো এই আমাকে???
পাতা উল্টিয়ে ফেলছো কি তুমি, ওগো বন্ধুবর?
আসলে তোমার রঙিন দুনিয়া আমার কাছে ভীষণ ঊষর-ধূসর..............................