আমরা বেঁচে ছিলাম, ঝরা পাতা
রক্তাক্ত বিকেলে, অস্তমিত সূর্যের
ডুবে যাওয়া আলোয়।

সম্মিলিত সভাতে উপেক্ষিত
হাসি, আমাকে উপহাস করা
বিদ্রুপ আচরণের দাগ হাড়ের ভেতর।

চোখের পুতুলে ধূলাবালি, যান্ত্রিক
শহরের এই নির্মম রাজপথে বসে
শপথ নিয়েছি আর লিখবো না।