বসো পরিমল
চোখ ছলছল
ছেঁড়া ফুটোয় আকাশ দেখা ঘর
দীঘল চোখ
নির্জল মুখ
ভেজা ঠোঁটে দুদিন হলো জ্বর
ধূসর কেশ
হলো নিঃশেষ
পুড়া চোখে হচ্ছে কালো দাগ
পুড়ছে মানুষ
উড়ছে ফানুস
নেয় না তো কেউ কষ্টের ভাগ
বুড়ো শালিক
ডুবা নাবিক
নিখোঁজ আত্নার চলছে খোঁজ
হয় ভোর
কাটে ঘোর
কত বিষাদ তবু সূর্য উঠছে রোজ।