ধর্মের নামে পুঁথি বলছো তুমি।
বিছানায় ছটফট করা বৃদ্ধার
বুকে ছুড়ছ আরক্ত কঙ্কর।
যে বৃদ্ধা আঁতকে উঠে জোনাকির শব্দেও।
নগরীর কারাগারে শবদাহ হচ্ছে
তাদের প্রতিটি আত্নার।
আত্না মরলে আত্নীয় কাঁদে না,
শরীর মরলে যখন কাঁদো,
আমার চোখ তোমাদের দেখে না।
আমার তপ্তশ্বাস পৃথিবী পুড়ালেও,
ধর্মান্ধকে কখনো পুড়াতে পারেনি।
দগ্ধীভূত হচ্ছি?- হোক,
কেউ না দেখলেও,
দেখছে আমার চোখ।