একটা সময়
আমি আকাশের দিকে তাকিয়ে থেকেছি—
এক ফোঁটা জ্যোৎস্নার আশায়।
একটা সময়
আমি কত কপাল ঠুকরে গিয়েছি
কিছু পাবার আশায়,
না পেয়ে দুঃখ পেয়েছি।

কতবার
আমি আকুল হয়ে চেয়েছিলাম
মনপ্রাণ ঢেলে চেয়েছিলাম
আপনি চুপ করে রইলেন।
পরে বুঝেছি
আমি যে আলো খুঁজেছিলাম
সেটা বরং পুড়িয়ে দিত আমাকে!
যে জ্যোৎস্না আমি চেয়েছিলাম,
সেটা ছিল বিষাদ!
যে সমুদ্র আমি ডাকছিলাম,
তার ঢেউয়েই ছিল বিসর্জন!
বরং
আপনি আমাকে এমন কিছু দিলেন
যা আমার চাওয়ার চেয়ে বেশি
যার যোগ্য আমি নই!

অনেকদিন পরে একদিন,
যখন হাত দুটো বোঝাই হয়ে উঠল
আমি উপলব্ধি করেছি
আপনি আমাকে দিয়েছেন সবচেয়ে উপযুক্ত সময়ে!
অথচ
অন্তর অন্দরে কোলাহল নিয়ে
অভিমান করে জানতে চেয়েছিলাম–
আল্লাহ কেনো আমার দুআ কবুল করছেন না?
কিন্তু দেখো ইয়া নাস
আল্লাহ তো দুআ কবুল করেছেনই
সাথে বরকতও দিয়েছেন ঢেলে
আর তা দিয়েছেন "উপযুক্ত সময়ে"।

আপনি জানেন
কোন ঘাসের ডগায় শিশির থমকে থাকে ভোরের আগে
কোন মাঠে পড়ে থাকে শঙ্খচিলের পালক
কোন পথ শেষে নামে বৃষ্টির ঘ্রাণ
আপনি জানতেন
কোথায় আমার পথ, কোথায় অন্ধকার
আমি জানতাম না।