আমি তো, তোমার ভীষণ কমপ্লেক্স ভালোবাসার মুখাপেক্ষী
আজীবন
আমার হৃদসরোবরে তোমার ভালোবাসায় মরতে চাওয়ার ইচ্ছের বরিষন।
তোমার ভালোবাসা না পাওয়ার যে আঘাত বয়ে যাই অন্তর অন্দরে
তা বুঝাই কি করে...
আমি যাকে ভালোবেসেছিলাম
যার জন্যে দ্বীপ কিনেছিলাম
চেয়েছিলাম জ্যোৎস্না প্লাবিত রজনী
সে কি আমায় ভুল ভাবেনি?
আর কতোবার জানালে আমি জানবো
দুনিয়াতে নিজের সর্বস্ব দিয়েও কাউকে যায় না জড়ানো।
দেখো না,
জনাকীর্ণ এই মন ছুটে চলতে চায় সে মৃগয়া-ভূমি
যেখানে তোমার ভালোবাসা অক্সিজেনের ন্যায় আস্তীর্ণ
নিতে চায় বুক ভরে নিশ্বাস
মিটাতে সমুচ্ছ্বাসে বিভাসিত পিপাসা
চায় অন্তর জুড়ে বিচরণ যেনো শুধু তোমারই ভালোবাসা।
আমি চাই না,
আমার প্রার্থনার দরখাস্তগুলো প্রত্যাখ্যাত হোক।
হে রব,
আমি চাই তোমাকে, শুধু তোমার ভালোবাসায় পূর্ণতায় এক বুক
যে ভালোবাসায় রাঙবে হৃদয়ের গম্বুজ।
প্রতিবার পেরিয়ে কান্তার, আলো-আঁধার
এই বুক নদীর নাব্যতায় যতটা হাহাকার,
জবুথবু আমি তবু আশা পাই খুঁজে
সন্তানের চোখের অশ্রুতে যার অন্তরে বয়ে যায় রক্তক্ষরণ, সে তো মা
বান্দা যে জানে, বেশি তার চেয়েও, তোমার দয়া।
শিরোনামহীন | ডিসেম্বর ২০২২